আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

6 athletes

alo

অলিম্পিকের দৌড়ে বাংলাদেশের ৬ ক্রীড়াবিদ

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০২:০৮ এএম

alo
alo

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চার ডিসিপ্লিনে ৬ ক্রীড়াবিদের ওয়াইল্ড কার্ডের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদনের সিদ্ধান্ত নেয়। আরচ্যারি (১), গলফ (২), শুটিং (২) ও বক্সিং (১) চার ফেডারেশন ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে তাদের মনোনীত খেলোয়াড়ের নাম প্রেরণ করেছে। 

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু শুটিং ফেডারেশনেরও মহাসচিব। তিনি তার খেলোয়াড় নির্বাচন সম্পর্কে বলেন, ‘এয়ার রাইফেলে দুই জনকে আমরা মনোনীত করেছি। একজন নারী (শায়রা আরেফিন) ও একজন পুরুষ শুটার (রবিউল ইসলাম)।' গলফ থেকে পাঠানো হয়েছে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের নাম। সিদ্দিক ২০১৬ রিও অলিম্পিকে শীর্ষ র‌্যাংকিংয়ে থাকায় খেলার সুযোগ পেয়েছিলেন।’ 

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘অলিম্পিক এসোসিয়েশনের সভার পরই আমরা আনুষ্ঠানিকভাবে সেলিমের নাম পাঠিয়েছি।’ বক্সার সেলিম এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে লড়ে পদকের আশা জাগিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই বক্সিং ফেডারেশন সেলিমের নাম দিয়েছে।

আরচ্যারি ফেডারেশন রিকার্ভ ইভেন্টে সর্বোচ্চ র‌্যাংকিংধারী পুরুষ আরচ্যার হাকিম আহমেদ রুবেলের নাম মনোনীত করেছে ওয়াইর্ল্ড কার্ডের জন্য। আরচ্যারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নারী আরচ্যারের পরিবর্তে পুরুষ আরচ্যার বেছে নেওয়ার কারণ হিসেবে বলেন, ‘আমাদের শীর্ষ র‌্যাংকিংধারী পুরুষ আরচ্যারের স্কোর আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ আরচ্যারদের কাছাকাছি। সেই তুলনায় নারী আরচ্যারের স্কোর আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিছুটা পিছিয়ে।’ টোকিও অলিম্পিকে রোমান সানা সরাসরি নিজ যোগ্যতায় খেলেছিলেন। পরবর্তীতে দিয়া সিদ্দিকী ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। 

আরচ্যারি, বক্সিং, গলফ ও শুটিংয়ে ৬ জনের ওয়াইল্ড কার্ডের আবেদন করা মানে অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত নয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি ত্রিপক্ষীয় কমিশনের মাধ্যমে বিচার বিশ্লেষণের পর ওয়াইল্ড কার্ড প্রদানে করে। এই ৬ জনের মধ্যে শেষ পর্যন্ত কয়জন অলিম্পিকে বাংলাদেশে প্রতিনধিত্ব করবেন এজন্য অপেক্ষা করতে হবে। এই ৬ জনের পাশাপাশি আরো ন্যূনতম ২/৩ জন ক্রীড়াবিদের অলিম্পিকে খেলার সম্ভাবনা রয়েছে। অ্যাথলেটিক্স ও সাতারে ওয়াইল্ড কার্ডের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে আবেদন করতে হয় না। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ও সাঁতার ফেডারেশন একটি প্রক্রিয়া অনুসরণ করে তাদের অধিভুক্ত সংস্থাকে অবহিত করে।

আরচ্যারি, শুটিংয়ে ওয়াইল্ড কার্ডের বাইরে এখনো অলিম্পিকে কোটা প্লেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শুটিং দল ইন্দোনেশিয়ায় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এই টুর্নামেন্ট থেকে অলিম্পিকে কোটা প্লেসের সুযোগ রয়েছে। তেমনি রোমান-দিয়াদের পথও রুদ্ধ হয়নি এখনো। মার্চে তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেসের এক টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টে শীর্ষ দুই-তিনের মধ্যে থাকতে পারলে বাংলাদেশি আরচ্যাররা পুনরায় সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবেন। 


কটু/বি

alo
alo