আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

The plan is quiet

alo

ঘুরতে যাওয়ার পরিকল্পনা শান্তর

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৫:০৫ এএম

alo
alo

অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে জয়ের খরা কাটালো বাংলাদেশ। সিরিজ হার এড়াতে না পারলেও ১৫ বছর পর জয় খরা কাটাতে পেরে উচ্ছ্বসিত টাইগার দলনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও তাতে ফোকাস সরানোর উপায় নেই। সামনেই অপেক্ষা করছে টি-টোয়েন্টি সিরিজ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে আজ। শেষ ম্যাচে জিতে অবশ্য হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে দল। মাঝে বিরতি তিন দিনের। সেই বিরতিকেই কাজে লাগানোর পক্ষে শান্ত।

শান্ত অবশ্য মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ম্যাচ সামনেই, ‘আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে এটা মাথায় রাখতে হবে, কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি খেলতে হবে।

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দলের পরিকল্পনা আলাদা দাবি করে শান্ত বলেন, ‘এই (আজ) ম্যাচ থেকে আমরা অনেক প্রেরণা পেয়েছি। কিন্তু টি-টোয়েন্টি আলাদা সংস্করণ। আমরা সে অনুযায়ীই পরিকল্পনা করব।’

শেষ ওয়ানডেতে দারুণ বল করেছেন তানজিম সাকিব।  ম্যাচসেরা পেসারকে প্রশংসায় ভাসাতে ভোলেননি দলপতি শান্ত, 'আউটস্ট্যান্ডিং। মাত্র ২-৩টা ম্যাচই হয়ত ও খেলেছে, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ওর ওয়ার্ক ইথিক, প্রস্তুতি খুবই ভালো।

alo
alo