দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নাটোর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জজ আরিফুল ইসলামের স্বাক্ষরিত একটি কারণ দর্শানো নোটিশের চিঠি পাঠানো হয় সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে।
বুধবার (২৭ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে ) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়, ‘মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত ২৫ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি নিউজ উক্ত কমিটির নজরে এসেছে।
যেখানে নির্বাচনী প্রচারণার একটি সভার বক্তব্যে আপনি বলেন, ‘কোনো মেম্বার-চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন।
কারণ মেম্বার-চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাহিরে যাওয়ার সুযোগ নেই।’ উক্ত বক্তব্য বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাবে প্রচারিত হয়।
এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনের নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আজ ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে সশরীরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।