আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Mahia Mahi

alo

ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কৃষির মাঠ, এতিমখানা সবখানেই মাহি

Public Voice

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৭:৪৬ এএম

alo
alo

নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের মন জয় করতে মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি মাঠ, প্রত্যান্ত গ্রামাঞ্জলে ছুটে বেড়াচ্ছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। বাদ পড়েনি এতিম খানা গুলোও।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে  রাজশাহী-১, মাহগির নির্বাচনী এলাকস মুন্ডুমালায় তাহসীনুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্রদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এবাং নিজ হাতে পরম মমতায় এতিম শিশুদের  প্লেটে খাবার তুলে দেন এবং  তিনিও তাদের সাথে খাবার খান।

মাহিয়া মাহি জানান, যেহেতু তিনি নির্বাচন করছেন এই মুহূর্তে তার সব শ্রেণিপেশার মানুষের দোয়া দরকার। পাশাপাশি সদকায়ে জারিয়ার কথা মাথায় রেখে তিনি এমন কাজ প্রায়ই করে থাকেন।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গীর্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন মাহি। নেচে-গেয়ে আনন্দ উৎসবে শামিল হন। 

একইদিন বিকেলে উপজেলার বালিয়াঘাটা কুমারপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীরাও মাহিয়া মাহি ও তার স্বামীকে হিন্দু রীতি মেনে নতুন বর-বউ সাজিয়ে বরণ করে নেন। মাহিও তাদের আতিথেয়তায় মুগ্ধ হন।

শুধু মসজিদ কিংবা মন্দির নয়, ভোট প্রার্থনা করতে রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি নামেন ফসলের মাঠেও। এসময় কৃষকদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি নেন ট্রাক প্রতীকে ভোট দেবার

alo
alo