আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

T20 series

alo

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে দুই পরিবর্তন

Public Voice

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৩:২১ এএম

alo
alo

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে সিরিজ শুরুর আগেই ১৩ সদস্যের এই দলে একাধিক পরিবর্তন আনলো কিউইরা।


টি-টোয়েন্টি দল থেকে নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। মূলত দুজনেরই খানিকটা চোট রয়েছে। উইলিয়ামসন দীর্ঘদিন থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন। বিশ্বকাপের আগে তার হাঁটুতে সার্জারিও করা হয়েছে। অন্যদিকে জেমিসনের হ্যামস্টিংয়ের চোট আছে।


তাই মেডিকেল বিভাগের পরামর্শে এই সিরিজে তাদের বিশ্রাম দিয়েছে এনজেডসি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কথা মাথায় রেখেই এই দুই ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।


উইলিয়ামসনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্র। তরুণ এই অলরাউন্ডার গত বিশ্বকাপেও সুযোগ পেয়েছিলেন উইলিয়ামসনের বিকল্প হিসেবে। এরপর নিজের পারফর্ম দিয়ে ওয়ানডে দলে জায়গা পাকা করেছেন। এবার তার সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করার। আর জেমিসনের বদলি হিসেবে সুযোগ পেলেন জেকব ডাফি।


আগামী ২৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নেপিয়ারে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে।


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড-


রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

alo
alo