চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের একটি নির্বাচনি প্রচার অফিসে ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএফএম আবু সুফিয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নৌকার নির্বাচনি অফিস ভাঙচুরের বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম লালু জানান, মঙ্গলবার ডেকোরেটর থেকে মালামাল এনে নৌকা প্রতীকের একটি নির্বাচনি প্রচার অফিস বানানো হয়। সেখানে চেয়ার, টেবিলসহ অন্যান্য প্রচার সামগ্রী ছিল এবং অফিসটি বুধবার সকালে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু রাত দুইটার পর অফিসটি ভাঙচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে অবহিত করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, একটি নৌকার অফিস ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।