উচ্চ আদালত কর্তৃক প্রার্থিতা ফিরে পাওয়ার চার দিন পর অবশেষে প্রতীক বরাদ্দ পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান মুহিবুর রহমানকে ট্রাক প্রতীক বরাদ্দ করেন। তার পছন্দের প্রতীক ট্রাক থাকায় সেটিই তাকে বরাদ্দ দিয়েছে ইসি।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
প্রতীক বরাদ্দের পর মুহিবুর রহমান বলেন, গত কয়েক দিনের প্রচেষ্টার ফসল হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে আমার প্রতীক ট্রাক। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৭ জানুয়ারির নির্বাচনে আমরা জয়যুক্ত হব বলে আমার দৃঢ় বিশ্বাস।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর প্রতীক বরাদ্দের দাবিতে আন্দোলন করেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান। সেদিন সকালে হাইকোর্টের রায় মেনে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের দাবিতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে অবস্থান ও বিক্ষোভ করেন তিনি। এ সময় প্রতীক বরাদ্দ না দিলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধেরও হুমকি দেন।
প্রসঙ্গত, মুহিবুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ না করে এই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরে গত ৩ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে ১৬ ডিসেম্বর তার সেই আবেদন খারিজ করে নির্বাচন কমিশন। এরপর তিনি ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।