আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Parliament election

alo

হত্যার হুমকির প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

Public Voice

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪, ০২:১৪ এএম

alo
alo

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে হত্যার হুমকি এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপি।


রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার চৌমুহনী বাজারের মোরেশেদ আলম কমপ্লেক্সে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক হাওয়া ভবনের লোক। বিএনপি নেতা আবদুর রহমান কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।  এজন্য সে ৩-৪ মাস জেল খেটে বাহির হয়। সে কুখ্যাত ডাকাত ছিল। সে তমা মানিকের ডান হাত। তার বাড়িতে নিজের লোকজন দিয়ে হামলার নাটক সাজিয়ে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে।


এছাড়া স্বতন্ত্র প্রার্থীর অনুসারী লায়ন জাহাঙ্গীর আলম মানিককে দিয়ে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজাায় রাখতে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান সাংসদ মোরশেদ আলম।


প্রসঙ্গত, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম (নৌকা), স্বতন্ত্র মোহা. আতাউর রহমান ভূঁইয়া (কাঁচি), জাসদের নাইমুল আহসান (মশাল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি), জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি)। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন।

alo
alo