আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Western Railway

alo

নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চলে দুইটি ট্রেন চলাচল বন্ধ

Public Voice

Public Voice

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৯:২১ পিএম

alo
alo

নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চল রেলের দুইটি রুটের দুইটি ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রেন দুইটি হলো ১টি কমিউটার ও ১টি লোকাল ট্রেন। 

২২ ডিসেম্বর শুক্রবার পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল চিঠি দিয়ে দুইটি ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রেন দুইটি হল রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচল কারি উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী-রাজশাহী- রহনপুরে চলাচল কারী কমিউটার ট্রেন।

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি  রাজশাহী থেকে দুপুর ১টায় পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যেত  আর পার্বর্তীপুর থেকে  ভোর ৩.১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসতো।

অন্যদিকে পাবনার ঈশ্বরদী থেকে  ভোর ৫.৩০টায় রাজশাহী - রহনপুরের    উদ্দেশ্যে  ছেড়ে আসতো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা হচ্ছে বেশী। গত ১৭ ডিসেম্বর জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে আপাতত দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ট্রেন ২টি  চালু করা হবে।


alo
alo