চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী সম্পা খাতুনকে (৩২) শ্বাস রোধ করে হত্যা করেছেতার স্বামী আব্দুল্লাহ। মঙ্গলবার (১৯ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পশ্চিম পাঠানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সম্পা পৌর এলাকার পাঠানপাড়ার মৃত বিশু আলীর মেয়ে।বছর পনের আগে বিয়ে হয় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উজানপাড়ার আবদুল্লার সাথে। তাদের ঘরে আছে এগার বছর বয়সী এক মেয়ে ও পাঁচ বছর বয়সী যময ছেলে। সম্পা স্থানীয় শহীদ প্রি ক্যাডেট স্কুলের আয়া ছিলেন। সংসারের বাড়তি আয়ে করতেন বাসা বাড়ির কাজ।তার স্বামী আব্দুল্লা পেশায় রাজমিস্ত্রি, নেশাই ইয়াবা সেবি। তিন ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসারে প্রায়ই কলহ লেগে থাকত। সম্পা খাতুনের চাচী মিরা বেগম জানান, সম্পা তার বাপের বাড়ির কাছে স্বামী ও তিন ছেলে মেয়ে নিয়ে পশ্চিম পাঠানপাড়া মহল্লায় তরিকুল ইসলামের বাড়িতে এ ডিসেম্বরে ভাড়া উঠেন। মাদকসেবন নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। আবদুল্লা রাজমিস্ত্রির কাজে সিলেটে যাবে বলে গত কয়েকদিন থেকে স্ত্রীর কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর করে। জোরপূর্বক স্ত্রীর কাছ থেকে টাকা কেড়ে নেয়। সেই টাকা সম্পা ফেরত চাইলে কলহ লাগে। সম্পার ভাতিজা নয়ন অভিযোগ, তার ফুপা নেশা করতো এবং ফুপুকে প্রায় মারধর করত। আজ ঘরের ভেতরে তার ফুফুকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে তার ফুপা (আব্দুল্লাহ)। ছেলে মেয়েরা তাদের মাকে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে।পরে লোকজন উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদরহাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।