নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৩৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এই মিলনমেলায় রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান ও কর্মরত সরকারি প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সহ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী এই মিলনমেলায় আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, রাবির সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আবু সাদেক মো. কামরুজ্জামান, রাবির সাবেক প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ড. মোখলেছুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ও বর্তমানে আইবিএ এর পরিচালক প্রফেসর ড. জিন্নাত আরা বেগম, প্রফেসর মো. মাহবুবুল কবির প্রমুখ।