আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Postpaid Package 'Select'

alo

বাংলালিংকের নতুন পোস্টপেইড প্যাকেজ ‘সিলেক্ট’

Public Voice

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:০৬ এএম

alo
alo

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে নতুন পোস্টপেইড প্যাকেজ ‘সিলেক্ট’। এই প্যাকেজটি ঝামেলামুক্তভাবে পোস্টপেইড গ্রাহকদেরকে মোবাইল সংযোগ ব্যবহারের সুবিধা দেবে।

নিরবচ্ছিন্ন সংযোগের পাশাপাশি উন্নত ডিজিটাল জীবনযাপনের অভিজ্ঞতা ও বিভিন্ন গ্রাহকবান্ধব সুবিধা থাকছে এই প্যাকেজে।

প্রতি মিনিটে ৬৫ পয়সা কল রেটসহ আকর্ষণীয় এই প্যাকেজ ব্যবহারকারীদের দেবে বিভিন্ন ডিজিটাল সেবা ও বিশেষ লয়ালিটি সুবিধা। এছাড়াও বারবার টপ-আপ করার ঝামেলা এড়াতে গ্রাহকরা ‘সিলেক্ট’ পোস্টপেইড প্যাকেজে মাসিক বিল পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন।

‘সিলেক্ট’ পোস্টপেইড প্যাকেজ গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দ ও ব্যবহারের ওপর ভিত্তি করে তিনটি বান্ডেল ও একটি নন-বান্ডেল অপশন বেছে নেওয়ার সুযোগ পাবে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা তাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। হইচই ও টফি’র সাথে বান্ডেল অফারের পাশাপাশি অরেঞ্জ ক্লাবের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘গ্রাহক কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে বিভিন্ন ধরনের সুবিধা চালু করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত গ্রাহকদের পছন্দের ব্যাপ্তি বাড়াতে চেষ্টা করি। টেলকো অফারের পাশাপাশি ডিজিটাল বিনোদন ও লাইফ-স্টাইল সুবিধার মাধ্যমে ডিজিটাল সেবার মানকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলালিংকের সিলেক্ট পোস্টপেইড প্যাকেজ।’

alo
alo