আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
alo

বরগুনায় আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৫:৪৮ এএম

alo
alo

মাহমুদুর রহমান রনি, বরগুনাঃ আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনা জেলার বেতাগী উপজেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে।পাশাপাশি ন্যায্য দাম পেয়ে হাসি ফুটে উঠেছে কৃষকের মুখে। উপজেলার বিভিন্ন বাজারগুলোতে আখের বেশ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বেতাগী উপজেলার আখ সুস্বাদু ও মিষ্টি বেশি হওয়ায় পাইকারদের কাছে এ আখের কদর অনেক বেশি। পাইকাররা এসব আখ বেতাগী উপজেলার বিভিন্ন বাজার থেকে ক্রয় করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বেতাগীতে প্রায় ৭৮ হেক্টর জমিতে ৬টি জাতের আখের আবাদ হয়েছে। প্রতিবছরের চেয়ে এ বছর আখের ফলন ভালো উপজেলায়। বেতাগী রানীপুর গ্রামের কৃষক আ. সত্তার বলেন, আখ চাষ একটি লাভজনক চাষ হওয়ায় এ বছর ৫০ শতাংশ জমিতে আখ চাষ করেছি, ৫০ শতাংশ জমিতে আখ চাষ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। এখান থেকে ২৫ শতাংশ জমির আখ পাইকারের কাছে বিক্রি করেছি বিক্রি টাকা থেকে সকল খরচ বাদ দিয়ে লাভ হয়েছে ১৫ হাজার টাকা। বাকি আখ নিজেই বিক্রি করছি একটি আখ পাইকারি ৩৫-৪০ টাকা দরে বিক্রি করেছি। খুচরা হিসাবে ছোট আখ ৫০ থেকে ৬০ টাকা এবং বড় আখ ৬৫ থেকে ৮০ টাকার পাওয়া যাচ্ছে। বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন, বেতাগীতে সাধারণত দেশীয় প্রজাতির আখ চাষ হয়। যা এ অঞ্চলে গেন্ডারি নামে পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের আখ চাষে উৎসাহিত করা হচ্ছে ।

alo
alo