আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Arrest with weapons 2

alo

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

Public Voice

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৫:২০ পিএম

alo
alo

কক্সবাজারের পেকুয়ার দক্ষিণ মেহেরনামা এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সংবাদে অবগত হয় চকরিয়া থেকে সিএনজিযোগে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে পেকুয়ায় আসছে। উক্ত সংবাদে গত ২৬ ডিসেম্বর বিকেলে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল পেকুয়ার দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। চেকপোস্টে তল্লাশী অভিযানের একপর্যায়ে একটি সিএনজি’র ২ জন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হয় এবং কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড, নগদ ৬ হাজার ৬ শত টাকা জব্দ করা হয়। 

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীরা হলো মোঃ আনছারুল ইসলাম @ টিপু মাস্তান (৪৬), পিতা-হাজী আবদুল মালেক, সুন্দরীপাড়া, রাজাখালী ইউনিয়ন এবং আমিনুর রশিদ (২৭), পিতা-হাজী আবু তাহের, পূর্ব জালিয়া কাটা, বারবাকিয়া ইউনিয়ন, পেকুয়া, কক্সবাজার। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদেরকে অস্ত্র ব্যবসায়ী স্বীকার করে। এছাড়াও তারা দেশীয় তৈরী এ সকল অস্ত্র-গোলাবারুদ অত্যন্ত কৌশলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের কাছে নিয়মিত বিক্রয় করে জানায়।

alo
alo