আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

BJP leader Ramdas Puri

alo

ছয় বছর পর পায়ে জুতা পরলেন বিজেপি নেতা

Public Voice

অনলাইনে ডেস্ক:

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম

alo
alo

দল ক্ষমতায় না আসা পর্যন্ত পায়ে জুতা পরবেন না— ২০১৭ সালে এমন প্রতিজ্ঞা করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পর ইউনিটের বিজেপি নেতা রামদাস পুরি। দীর্ঘ ছয় বছর পর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে বিজেপি। আর দল জেতার পর রামদাসকে জুতা পরিয়ে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান।

শিভরাজ জানিয়েছেন, ২০১৭ সালে রামদাস পুরি এমন অদ্ভুত ও কঠোর সিদ্ধান্ত নেন।

মধ্যপ্রদেশে ২০১৮ সালের বিধানসভার নির্বাচনে দল গঠন করতে ব্যর্থ হয় বিজেপি। সে বছর ক্ষমতায় আসে কংগ্রেস। তবে দুই বছর পর ২০২০ সালে কামাল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন হয় এবং বিজেপি সরকার গঠন করে। কিন্তু তা সত্ত্বেও রামদাস জুতা পরা শুরু করেননি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটারে) প্রকাশিত একটি ভিডিওতে সাবেক মুখমন্ত্রী শিভরাজ সিং চৌহানকে বলতে শোনা যায়, ‘রামদাস পুরি দলের একজন পরিশ্রমী এবং নিবেদিত কর্মী। ২০১৭ সাল থেকে তিনি জুতা ও স্যান্ডেল পরা ছেড়ে দেন। ছয় বছর তিনি প্রতি মৌসুমে—  গ্রীষ্ম, শীত, বৃষ্টিতে খালি পায়ে ছিলেন। তার সংকল্প পূর্ণ হয়েছে। আমরা সবাই তাকে অনুরোধ করেছি আপনার সংকল্প পূর্ণ হয়েছে; এবার আপনি জুতা পরা শুরু করুন।’

মধ্যপ্রদেশে গত মাসে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ২৩০টি আসনের মধ্যে ১৬৩টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি কেন্দ্রীয় ওই অঞ্চলে ক্ষমতা ধরে রেখেছে।

সূত্র: এনডিটিভি।

alo
alo