আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
alo

অভিবাসীদের সুখবর দিলো কানাডা

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ১২:০১ এএম

alo
alo

কাগজপত্রবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা করছে কানাডা। শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। তিনি জানান, ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর যে ৫ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়া হবে। বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। তবে এক্ষেত্রে থাকবে বেশ কিছু শর্ত। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি, তারা নাগরিকত্ব পেতে পারেন। মন্ত্রী জানান, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেয়া হবে না। যারা সম্প্রতি কানাডায় গেছেন তারাও নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না। আগামী মন্ত্রিসভায় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলেও জানান তিনি। কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ অভিবাসন প্রক্রিয়া। অধিকহারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশ। আগামী দুই বছরে প্রায় ৫ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে দেশটির সরকার। এরপর বাড়ানো হবে এই সংখ্যা। আগামী বছরে ৪ লাখ ৮৫ হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে কানাডা। আর ২০২৫ সালে নতুন অভিবাসীর সংখ্যা ৫ লাখ হবে।

alo
alo