আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Bangladesh-Newzeland Serise

alo

বাংলাদেশের বোলিং তোপে বিপর্যস্থ কিউইরা

Public Voice

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০১:৫৪ পিএম

alo
alo

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে কিউইরা।

বুধবার নেপিয়ারে টস জিতে ফিল্ডিং বেছে নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ করেছে বোলাররা। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। তিন বলে শূন্য রানে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। স্পিনারকে দিয়ে ইনিংস শুরু করিয়েছেন শান্ত, চতুর্থ বলেই সফল হয়েছেন তিনি।

এর পরের ওভারে আবারও কিউই শিবিরে আঘাত টাইগারদের। এবার উইকেট পেলেন শরীফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে খোঁচা দিয়েছেন ফিন অ্যালেন, স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। ৮ বলের মধ্যে ২ ওপেনারকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

পরের বলে আবারও শরিফুলের আঘাত। এবার গ্লেন ফিলিপসের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ। এতে সারা দিয়েছেন আম্পায়ার। ফলে এক বলে শূন্য রানে ফিরতে হয় তাকে। এই দুই বোলারের তোপের মুখে প্রথম দুই ওভারে মাত্র ১ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

কিছুক্ষণ পর পঞ্চম ওভারে আবারও উইকেট পান মেহেদী। বোল্ড হয়েছেন মিচেল। তুলে মারতে গিয়ে বল মিস হয়ে ১৪ রানের মাথায় বোল্ড হন তিনি। ২০ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। দশম ওভারে উইকেট নেওয়ার উৎসবে মেতেছেন রিশাদ হাসানও। মার্ক চ্যাপম্যানকে ১৯ রানে ফেরান তিনি। এতে ৫০ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।

তবে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নিশাম-স্যান্টনার। পরে বোলিংয়ে এসে সেই জুটি ভাঙেন শরীফুল। তাকে টেনে মেরেছিলেন স্যান্টনার। মিড অনে থাকা সৌম্য সামনে ঝুঁকে নিয়েছেন ক্যাচ, যদিও তিনি নিজেই নিশ্চিত ছিলেন না। সিদ্ধান্ত যায় টেলিভিশন আম্পায়ারের কাছে। দেখে মনে হয়েছে বলের নিচে ছিল সৌম্যর আঙুল। বেশ কয়েকবার দেখার পর আউট দেন আম্পায়ার। ২৩ রানে ফেরেন স্যান্টনার। এতে ৯১ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড।

পরে ১৭তম ওভারে এসে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া নিশামকে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৯ বলে ৪৮ রান করে থেমেছেন তিনি। এর পরের উইকেটও পেয়েছেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৩৪ রান করে নিউজিল্যান্ড।

alo
alo