অনলাইন ডেস্ক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৭:৫৯ এএম
নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ঢাকা থেকে সড়ক পথে তিনি রওয়ানা হয়েছেন।
বিকেল তিনটায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। সেই সেতু সড়ক পথে পাড়ি দিয়ে বরিশাল যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।
শেখ হাসিনার এ সফর উপলক্ষে বরিশালজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। শেখ হাসিনাকে বরণ করতে মুখিয়ে আছেন বরিশালবাসী। শুধু বঙ্গবন্ধু উদ্যান নয়, পুরো সিটি করপোরেশন সাজানো হয়েছে বর্ণিল সাজে।
গত ১৫ বছরে পদ্মা সেতুর পাশাপাশি পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু নির্মিত হয়েছে বরিশালঅঞ্চলে। এছাড়াও ছোট-বড় অসংখ্য অবকাঠামো নির্মিত হওয়ায় জীবনমান উন্নত হয়েছে বরিশালবাসীর। কিন্তু গ্যাসসহ আরও কিছু দাবি তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।
শেখ হাসিনার বরিশাল সফর সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এটি আমাদের জন্য বিরাট পাওয়া। তাকে বরণ করতে গোটা বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন। তিনি আরও বলেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল তিনটার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন।
জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এছাড়া ১৪ দলের সমন্বয়ক আলহাজ আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ জনসভায় বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছেন। এর পাঁচ বছর পর এবারও নির্বাচনী সভায় যোগ দিতে আজ শুক্রবার প্রধানমন্ত্রী বরিশালে আসছেন।
এর আগে যদিও চলতি বছরের মার্চ মাসে বরিশাল সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে তা স্থগিত করা হয়।