EC to train 653 judges
অনলাইন ডেস্ক: প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১০:০০ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের সু্বিধার্থে ৬৫৩ জন বিচারিক হাকিমকে আগামী ১ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত সারা দেশে ৩০০ (তিনশত) সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬৫৩ (ছয়শত তিপ্পান্নো) জন প্রথম শ্রেণির বিজ্ঞ বিচারিক হাকিমদের ১ জানুয়ারি ১০টা থেকে দিনব্যাপী আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিজ্ঞ বিচারিক হাকিমদের নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ৯টায় নিবন্ধন সম্পন্ন করে দিনব্যাপী ব্রিফিং ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।