আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo
আচরণবিধি ভঙ্গ

আওয়ামী লীগসহ ২৯৬ প্রার্থীকে ইসির শোকজ-তলব

EC's condolence to the candidate


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ১০:০১ এএম

আওয়ামী লীগসহ ২৯৬ প্রার্থীকে ইসির শোকজ-তলব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ২৯৬ প্রার্থীকে শোকজ-তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে প্রথমবারের মতো ৩০০ আসনে প্রতিটির জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কমিশন। এসব কমিটি এই পর্যন্ত ২৯৬ জনকে শোকজ করেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি শোকজ করা হয়েছে ঢাকা অঞ্চলে ৮৬টি। এ ছাড়া, রংপুর অঞ্চলে ১৬টি, কুমিল্লা অঞ্চলে ৪১টি, ফরিদপুরে ১৭টি, চট্টগ্রামে ২০টি, সিলেটে ১৪টি, বরিশালে ২২টি, খুলনায় ১৭টি, রাজশাহীতে ৩৪টি ও ময়মনসিংহে ৩২টি শোকজ-তলব করা হয়েছে।

এ ছাড়া, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কুমিল্লা-৬ আসনের এমপি ও নৌকার প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ইসি। 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।