Violation of code of conduct
নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০২:১৩ পিএম
আচরণ বিধি ভঙ্গ করে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শামসুজ্জোহা বাবুর নির্বাচনী ক্যাম্প থেকে সাইন্ড বক্স জব্দ করা হয়েছে। সে গোদাগাড়ী আফজি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার শিক্ষক।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প থেকে তা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কোন প্রার্থী দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক বা সাইন্ড বক্স ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা করার বিধান রয়েছে। সেই বিধি লঙ্ধন করে বিএনএম প্রার্থী শামসুজ্জোহা বাবুর কর্মীরা গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের সিএনবি মোড়ের নির্বাচনী ক্যাম্পে সকাল থেকেই উচ্চস্বরে প্রচার কাজ চালাচ্ছিলো।
যেহেতু নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে তাই সেই ক্যাম্প থেকে ব্যবহৃত সাই্ন্ড বক্স জব্দ করে উঠিয়ে আনা হয়েছে। সেই সাথে নির্বাচনী আচরণ বিধি যাতে আর লঙ্ঘন না হয় সেজন্য সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প থেকে তা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কোন প্রার্থী দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক বা সাইন্ড বক্স ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা করার বিধান রয়েছে। সেই বিধি লঙ্ধন করে বিএনএম প্রার্থী শামসুজ্জোহা বাবুর কর্মীরা গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের সিএনবি মোড়ের নির্বাচনী ক্যাম্পে সকাল থেকেই উচ্চস্বরে প্রচার কাজ চালাচ্ছিলো।
যেহেতু নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে তাই সেই ক্যাম্প থেকে ব্যবহৃত সাই্ন্ড বক্স জব্দ করে উঠিয়ে আনা হয়েছে। সেই সাথে নির্বাচনী আচরণ বিধি যাতে আর লঙ্ঘন না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।