আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

আমরা ছায়া যুদ্ধ চাই না

Foreign Minister


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:১০ এএম

আমরা ছায়া যুদ্ধ চাই না

ইউরোপিয়ানরা ছায়া যুদ্ধে পড়ে গেছে। আমরা আমাদের অঞ্চলে এমন যুদ্ধ চাই না বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  


বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এ এলাকায় ছায়া যুদ্ধ চাই না। এখন এ অঞ্চলের সব দেশ মোটামুটি আমাদের সঙ্গে একমত। ইউরোপিয়ানরা ছায়া যুদ্ধে পড়ে গেছে। আমরা আমাদের অঞ্চলে সেটা চাই না। এ অঞ্চলে অনেক দেশ ছায়া যুদ্ধ চায় অভিযোগ করে মোমেন বলেন, অনেক দেশ চাইবে, আমাদের এ অঞ্চলের যেন ছায়া যুদ্ধ হয়।  


যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে ভিসা নীতি প্রয়োগ করে তাহলে খুশি হবেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যেটা বলেছিল, যারা নির্বাচন প্রতিহত করবে বা বর্জন করবে তাদের ওপর তারা ভিসানীতি প্রয়োগ করবে। আমি খুব খুশি হব, যদি তারা সত্যি সেটা প্রয়োগ করে। তারা (বিএনপি) তো নির্বাচন বর্জন করছে। যাতে নির্বাচন না হয় তার জন্য। আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করলে ভালো।