আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

নির্মাণ শ্রমিকদের সাথে মারপিট, ৫ রেলওয়ের নিরাপত্তাকর্মী আহতের অভিযোগ

Railway security injured


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০১:৪৬ পিএম

নির্মাণ শ্রমিকদের সাথে মারপিট, ৫ রেলওয়ের নিরাপত্তাকর্মী আহতের অভিযোগ

রাজধানীর শাহবাগ থানার বঙ্গবাজারের বিপরীতে রেলওয়ে নিরাপত্তাকর্মীদের ব্যারাকে প্রস্রাব করাকে কেন্দ্র করে ম্যাক্স নামের বেসরকারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের মারপিটের ঘটনায় রেলের পাঁচ নিরাপত্তাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন— রুম্মন খান (৩০), মো. লাভলু খান (৪০), মো. মাজহারুল (৪০), লিটন বিশ্বাস (৩৪) ও মো. বাতেন (৪০)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রেলওয়ের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম জানান, ম্যাক্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা আমাদের ব্যারাকের পাশে প্রতিদিনই প্রস্রাব করে। এর আগেও বেশ কয়েকবার আমরা তাদেরকে নিষেধ করেছি। কারণ প্রস্রাবের দুর্গন্ধে আমরা ব্যারাকে থাকতে পারি না।

এরপর পরও আজ সকালে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের কয়েকজন প্রস্রাব করে। এ নিয়ে তাদের আমাদের কথা কাটাকাটি হয়। কথা কাটা কাটাকাটির একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে বাঁশ, কাঠ নিয়ে আমাদের নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের এক শ্রমিকের মাথা ফেটে যায় ও চারজন শ্রমিক আহত হয়। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাচ্ছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রেলওয়ের পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়ে আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে একজনের মাথা রক্তাক্ত ছিল। আমরা তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করি। পরে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।