আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

কক্সবাজার জেলা প্রশাসন ও তথ্য অফিসের 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা

Smart Bangladesh


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম

কক্সবাজার জেলা প্রশাসন ও তথ্য অফিসের 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা

কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা। 


গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমার সভাপতিত্বে সভায় স্মার্ট বাংলাদেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহাদাত হোসেন রাকিব। 


সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাত জাহান মিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দীন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনসহ সংশ্লিষ্টরা।


এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভায় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।