আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

কেনিয়ার পর্যটক ঘুরে গেলেন বাবুডাইং আলোর পাঠশালা

School of light


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ১০:১৫ এএম

কেনিয়ার পর্যটক ঘুরে গেলেন বাবুডাইং  আলোর পাঠশালা

প্রত্যন্ত এলাকার এ স্কুল শিশুদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক  চর্চায়  ভালো  ভুমিকা  রাখছে । যা খুব‌ই আশাবাঞ্জক ।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন কালে কেনিয়ার দুই পর্যটক ডিকসন কিবেনগো ও মার্গারেট মিথৌনি এমন মন্তব্য করেন।

ডিকসন কিবেনগো ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য বিষয়ক শিক্ষক ও তার স্ত্রী মার্গারেট মিথৌনি একই প্রতিষ্ঠানের গণিত বিষয়ের শিক্ষক । এ সময় তাদের সঙ্গে ছিল তাদের দুই সন্তান থমাস কিবেনগো ও জয়ী কালাম্বা।

রোববার সকালে তারা আলোর পাঠশালা পরিদর্শন করেন। পরে স্কুলের পাশের কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম বাবুডাইং ঘুরে দেখেন ।

পর্যটকরা বিদ্যালয় পরিদর্শনে আসতেই শিক্ষার্থীদের সাংস্কৃতিক দল তাদের ফুল দিয়ে স্বাগত জানায়।এরপর বিদ্যালয় ঘুরে দেখেন তারা । শিক্ষকদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি বিদ্যালয়টি প্রতিষ্ঠার গল্প শোনেন তারা । শিক্ষার্থীদের কাছ থেকে শোনেন তাদের জীবনধারার গল্প । জানতে চান পড়ালেখার ব্যাপারে।এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।

পর্যটক দল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বই ও পাজল গেম উপহার দেয় । শেষে তারা কোল সম্প্রদায়ের গ্রাম ঘুরে দেখেন।

এ সময় পর্যটকদের সঙ্গ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, সুদর্শন পাল, নির্মল কোল, বিমল হাঁসদাক এবং ইকো অ্যাডভেঞ্চার বাংলাদেশ নামে একটি পর্যটন সংস্থার সদস্য এ আর মোর্শেদ ।