আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

নৌকা প্রার্থীর নির্বাচনী ৫টি ক্যাম্পে ভাঙচুর-আগুন

Parliament election


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:৩৩ এএম

নৌকা প্রার্থীর নির্বাচনী ৫টি ক্যাম্পে ভাঙচুর-আগুন

নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এর পাঁচটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও অগ্নি সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড় এবং পৌর শহরের কালিতলা এলাকায় একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থীর সমর্থকদের দাবি, রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ক্যাম্পগুলোতে অতরকিত হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়। ক্যাম্পের পাশেই হিন্দু কলনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটিয়ে নৌকার সমর্থকদের ভয় ভিতি প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের কর্মী সমর্থকরা। এই ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগদায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তারা।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, দুইটি ইউনিয়নের চারটি এবং পৌর শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ওই ক্যাম্পটি করা হয়েছিল। রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি আরো জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।