আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Derailed carriage of freight train


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০২:২২ এএম

আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকা-জয়দেবপুর রেলপথের উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলসহ ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬নং সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনের টঙ্গী-আব্দুল্লাহ্পুর এলাকায় ব্রিজে ওঠার আগ মুহূর্তে পেছন থেকে পাঁচ বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগিগুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এটা কোনো নশকতা কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ওই অংশের লাইনগুলো বেশ পুরনো। পুরনো লাইনের কারণে ট্রেন লাইনচ্যুত হতে পারে। এখনও নাশকতার কোনো আলামত না পেলেও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।