আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo
ডাকাত সোহেল গ্রেফতার

টেকনাফ থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৪:০৮ পিএম

টেকনাফ থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এঘটনায় ডাকাত সোহেলকে গ্রেফতার করা হয়েছে। 


জানা যায়, রোববার ২৪ ডিসেম্বর পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে এসআই মোঃ মনজু, এসআই মোঃ সোহেল আহমেদ, এসআই মোঃ আজহারুল ইসলাম ও এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতারে গোপন সংবাদে বিশেষ অভিযান চালায়। খবর পাওয়া যায় হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনারপাড়ার ৬নং ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় কতিপয় অস্ত্রধারী ডাকাত, ডাকাতি করতে অস্ত্র-শস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করছে। এসময় টেকনাফ মডেল থানার টিম ঘটনাস্থলে পৌঁছালে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ডাকাত মোঃ সোহেল (২৩), পিতা-সৈয়দ আলম, পশ্চিম পানখালী, মইন্যার জুম, ৫নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফ'কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে অপরাপর ডাকাতেরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত ডাকাত মোঃ সোহেলের দেহ তল্লাশীকালে ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়। 


ধৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানায়, ঘটনাস্থল হতে পলাতক ডাকাতেরাসহ আরো ৫/৬ জন ডাকাত আনোয়ার হোছেন প্রঃ লেডাইয়া (৩২) এর নেতৃত্বে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।