আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

‘ব্যাট’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ইমরান খানের দল

Imran Khan


অনলাইন ডেস্ক : প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০৬ পিএম

‘ব্যাট’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ইমরান খানের দল

বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে তাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। এবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানাল ইমরান খানের দল ‘ব্যাট’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। খবর জিও নিউজের।

বলা হয়েছে, সম্প্রতি তেইরিক-ই-ইনসাফের আন্তঃদলীয় বা অভ্যন্তরীণ নির্বাচনে যথাযথ নিয়ম মানা হয়নি। তেইরিক-ইনাসাফের অভ্যন্তরীণ নির্বাচনের প্রক্রিয়া যাচাই করে ওই নির্বাচনকে বাতিলও করা হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির আইকনিক ব্যাট প্রতীক বাতিল করা হয়।


ইসিপির পদক্ষেপের খবর প্রচারিত হওয়ার কিছুক্ষণ পর পিটিআই এই সিদ্ধান্তকে ‘বিখ্যাত লন্ডন প্ল্যান’ ও পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ থেকে আটকানোর একটি ঘৃণ্য ও লজ্জাজনক প্রচেষ্টা বলে অভিহিত করেছে ইমরানের দল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে বলেও জানানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।