Train movement stopped on suspicion of sabotage
নাটোর প্রতিনিধি : প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৭:৪৩ এএম
নাটোরে রেল লাইনে নাশকতার সন্দেহে কিছুসময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার সকাল ৬ টার দিকে খুলনাগামী একটি মালবাহি ট্রেন বাসুদেবপুর ঋৃষিপাড়া অতিক্রম করার সময় বিকট শব্দ হয়। এসময় মালট্রেনটি জোড়ে শোরে ঝাকুনি খায়।
এসময় টহলরত আনসার সদস্য রনি হোসেন ঘটনা দেখে স্থানীয় প্রশাসনসহ রেল কর্তৃপক্ষকে জানায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা আতংকিত হয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পায় লাইনের কিছু অংশ কাটা। বিষয়টি রেল কতৃপক্ষকে অবহিত করার পর জালাল উদ্দিন নামে একজন কী-ম্যান সেখানে যান। পরে সান্তাহার রেলওয়ে থানার একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
কী-ম্যান জালাল উদ্দিন জানান,রেল লাইনের জোড়া স্থানের ওয়েলডিং উঠে যাওয়ার কারনে এমনটি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই খবর জানতে পেরে নাটোর স্টেশনে আসা রাজশাহী হতে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকে দেয়া হ
য়। পরে ওয়েম্যানের হস্তক্ষেপে রেল লাইনের ক্ষতিগ্রস্থ স্থানে চটের বস্তা দিয়ে তিতুমীর ট্রেন পার করে দেয়া হয়।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার কামরুন নাহার জানান, বিষয়টি রেলওয়ে কতৃপক্ষকে জানানোর পর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে রওনা হয়েছেন। কিছুসময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে খবর পেয়ে নলডাঙা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক,এসিল্যান্ড রাকিবুল হাসান,নলডাঙ্গা থানার ওসি মোনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে এটি কোন ননাশকতা নয়। মালবহনকারী ট্রেনের ভারে রেল লাইনের জোড়া অংশের ওয়েলডিং ওঠে গেছে। এরপরও বিষয়টি নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।