Election campaign
অনলাইন ডেস্ক : প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১০:৫০ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচনে পথ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সপ্তমবার মনোনয়ন পেয়েছেন তিনি। আর এই আসন থেকে নির্বাচিত হয়ে ওবায়দুল কাদের পাঁচ বার সংসদে গিয়েছেন।
নোয়াখালী-৫ আসনে অন্যান্য প্রার্থী হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়েছেন।
মনোনয়ন পেয়ে ওবায়দুল কাদের আজই প্রথম নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন। এই পথসভাকে কেন্দ্র করে নোয়াখালীর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সড়কের পাশে জড়ো হয়েছে। এ ছাড়া নোয়াখালী যাওয়ার পথে ওবায়দুল কাদেরকে স্বাগত জানান কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী ইঞ্জিয়ার আব্দুস সবুর ও তার সমর্থকেরা।