আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

প্রিন্সেস ডায়ানার পোশাক নিলামে রেকর্ড দামে বিক্রি

Princess Diana


অনলাইন ডেস্ক : প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:০৬ এএম

প্রিন্সেস ডায়ানার পোশাক নিলামে রেকর্ড দামে বিক্রি

নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়ানার পোশাক। হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত এ নিলামে প্রায় সাড়ে ১২ কোটি টাকায় বিক্রি হলো পোশাকটি। কি বিশেষত্ব রয়েছে পোশাকটিতে?


এটি তৈরি করেছিলেন মরোক্কান বংশোদ্ভূত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক আজাগুরি। কালো রংয়ের জমকালো পোশাকটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন ডায়ানা।


সেই সময় সঙ্গে ছিলেন তার স্বামী চালর্সও। এরপর ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্টায় ড্রেসটি পরেছিলেন ডায়ানা। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি নিলামে ৭৮ লাখ পাউন্ড দাম পাবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। পরে প্রায় ৯ লাখ পাউন্ডে বিক্রি হয় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।


এর আগে ১৯৯১ সালে ব্রিটিশ যুবরানির একটি ভেলভেট গাউন নিলামে উঠেছিল। সেই সময় সেটি বিক্রি হয়েছিল প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে। এটাই ছিল এতদিন নিলামে ডায়ানার পোশাক বিক্রির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামের দাম, সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে।


নিলামে জমকালো ড্রেসটি ছাড়াও ডায়ানার পরা আরও বেশ কয়েকটি সামগ্রী নিলামে উঠেছিল। এর মধ্যে রয়েছে তার পরা একটি ব্লাউজ। সেটি ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গেছে। যদিও এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হতে পারে বলে আশা করা হয়েছিল। 


জানা গেছে, জমাকালো ড্রেসটি ১৯৮১ সালে চালর্সের সঙ্গে এনগেজমেন্টের সময় পড়েছিলেন ডায়ানা।


নিলামের আয়োজক মার্টিন নোলান বলেছেন যে যিনি ডায়ানার ড্রেসটি ক্রয় করেছেন, ভবিষ্যতে পোশাকটি প্রদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন। 


প্রিন্স ডায়ানার পোশাকটির প্রতি অনেকের আগ্রহ ছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ২ জনের মধ্যে ড্রেসটি কেনার জন্য লড়াই সীমাবদ্ধ ছিল। নিলামটি প্রত্যক্ষ করার জন্য অনলাইনেও প্রচুর মানুষ উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন নিলামের আয়োজক।


নিলামে রেকর্ড দামে বিক্রি জমকালো পোশাকটি ১৯৯৭ সালে জুন মাসে বিক্রি করেছিলেন ডায়ানা। একটি দাতব্য চিকিৎসার জন্য অর্থসংগ্রহের উদ্দেশ্যে সেটি বিক্রি করেছিলেন তিনি। আর এ ব্যাপারে ডায়ানাকে উৎসাহিত করেছিলেন উইলিয়াম।