আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা

FIFA Ranking


অনলাইন ডেস্ক : প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ এএম

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা

গত কয়েক মাস ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। সবার ওপরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আজ ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। তিনে অবস্থান করছে ইংল্যান্ড। গত মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও সেরা তিনে ছিল তারা। সেরা তিনের মতোই সেরা দশেও কোনো পরিবর্তন আসেনি। পাঁচে আছে ব্রাজিল।

গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও বছর শেষের র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল। ফিফা ২০২৩ সালে প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদ করে এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেই থেকে বছরের বাকি ছয় হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও ১ নম্বর স্থান ধরে রাখে লিওনেল মেসির দল।

বছরের শেষ র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসেনি ম্যাচসংখ্যা কম ছিল বলে। এ সময়ে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যার ৯টিই খেলেছে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দলগুলো। অন্য দুটি ম্যাচে ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের কলম্বিয়া, যারা ভেনেজুয়েলা ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে। ওপরের দিকে অদলবদলও হয়েছেও এই দলগুলোর মধ্যেই। মেক্সিকোকে ১৪ থেকে এক ধাপ পেছনে সরিয়ে সেখানে জায়গা করেছে কলম্বিয়া।