courtesy call
নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৭:৫১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়ে তাদের আগামীতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান রাসিক মেয়র। এছাড়া নওদাপাড়া বাস টার্মিনাল সংস্কার এবং শিরোইল বাস টার্মিনাল এলাকায় যত্রতত্র গাড়ী না রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মোঃ নাজিম উদ্দিন শেখ, সহ-সভাপতি মাইনুল কবীর দিপু, সহ-সভাপতি লতিফুর রহমান লতিফ, সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, যুগ্ম সম্পাদক সাফকাত মঞ্জুর বিল্পব, সহ-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, সহ-সাধারণ মাহবুবুল আলম মাসুম , কোষাধ্যক্ষ নুরুজ্জামান মোহন, সদস্য আলহাজ¦ মোঃ মাহাতাব উদ্দীন, শফিকুর রহমান কল্লোল, মোঃ মনসুর রহমান, হাজ¦ী সৈয়দ মুরতুজা আলী বাবলু, মোঃ মোশাররফ হোসেন, মুসফেকুর রহমান লাকী, মনিরুল ইসলাম মনি, আশরাফ উদ্দীন, মোঃ নুরুল ইসলাম, অরবিন্দ কুমার সরকার, মীর তৌফিকুল হোসেন, দীলিপ কুমার দাস, শরিফুল ইসলাম কাওসার, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার।