আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

New message is weather


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাজধানীতে কিছুটা কম হলেও ঢাকার বাইরের জেলাগুলো জেঁকে বসেছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে সাধারণ মানুষদের। বরফঝরা শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে হিম সকালেই কাজে বের হচ্ছেন দিনমজুর থেকে নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবী মানুষ। 


দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন : দেশে ফেরা হলোনা ওমান প্রবাসী বাংলাদেশির


এদিকে, শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। 


আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

এদিকে, সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।