একশনএইডে ঢাকায় চাকরি, বেতন ৭১ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১০:০৩ এএম
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় গ্লোবাল প্ল্যাটফর্ম প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার—ইয়ুথ হাব মোবিলাইজেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: ইন্টারন্যাশনাল রিলেশনস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ/নৃ–বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য দেশি–বিদেশি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পরিকল্পনা, বাজেট প্রস্তুতি, বাস্তবায়ন ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৭১,৪৩১ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২৩।