আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
logo

রাফাহ শহরে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৩৮ এএম

রাফাহ শহরে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আবাসিক ভবনগুলোতে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এর আগে ২০ জনের খবর জানিয়েছিল আল জাজিরা। মঙ্গলবার আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, নিহতের সংখ্যা এখন ২৯। এর মধ্যে এক শিশুও রয়েছে। আল জাজিরা জানিয়েছে, একটি অঞ্চলের তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে নয়জনের নিহত হওয়ার খবর জানা যায়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ বের করে আনা হয়। গাজার মধ্যবর্তী অংশে দেইর এল-বালাহ, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানেও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, তাদের দুই সেনা গাজায় নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তৎ ১৯ হাজার ৪৫৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১০৪ জনের প্রাণ গেছে।