আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

festival

alo

সুরের আবেশে ছায়ানটের দুদিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব

Public Voice

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

alo
alo

শাস্ত্রীয় সংগীতের সুরসুধা হয়তো সবাইকে টানে না। তবে সংগীতের গভীরতাসন্ধানী শ্রোতাদের জন্য এই ধারার গান হয়ে ওঠে বিশেষ কিছু। সুর, তাল ও লয়ের খেলায় আলোড়িত হয় তাদের অন্তরাত্মা। তেমন সংগীতানুরাগীদের কাছে বিশেষ এক দিন ছিল শুক্রবার। সেসব সুররসিক সকালবেলায় ছুটে গিয়েছেন ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। উচ্চাঙ্গসংগীতের সুরের আবেশে দুপুর অবধি কেটেছে তাদের সুন্দরতম সময়। মাঝে বিরতি দিয়ে সন্ধ্যায় তারা হাজির হয়েছেন একই আঙিনায়। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত এবং রাত পেরিয়ে ভোর অবধি কণ্ঠ ও যন্ত্রসংগীতের সুরেলা শব্দধ্বনিতে সমর্পণ করেছেন নিজেদের। সুরের অবগাহনে হয়েছেন বিভোর। বিনিদ্র রাতে শুনেছেন বিচিত্র রাগ-রাগিণীর সুরাশ্রিত কণ্ঠসংগীত থেকে হৃদয় উচাটন করা বাঁশির সুর। উদ্দীপ্ত হয়েছেন তবলার বোলে। সেতার আর বেহালার বাজনার মাঝে খুঁজে নিয়েছেন ভালোলাগার অনুভব। সেই সুবাদে করতালি দিয়ে আপ্লুত গানপ্রেমীরা ভালোবাসা প্রকাশ করেছেন হৃদয় রাঙানো শিল্পীদের প্রতি।  এভাবে প্রায় পাঁচ প্রহরের সুরসুধার আশ্রয়ে সুন্দরের প্রতিচ্ছবি এঁকে শেষ হলো ছায়ানট আয়োজিত দুদিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব।

ছুটির দিনে সকাল ৯টা থেকে বেলা ১২টা অবধি চলে দ্বিতীয় অধিবেশন। শুরুতেই মঞ্চে আসেন ছায়ানটের শিল্পীরা। অসিত দে পরিচালিত কণ্ঠসংগীতে উপস্থাপিত হয় রাগ ভৈরব। এরপর আহীর ভৈরব রাগে আপন পরিবেশনা উপস্থাপন করেন স্বপ্না সাহা। শেখর মন্ডলের কণ্ঠের আশ্রয়ে পরিবেশিত হয় রাগ টোড়ী। অন্তরা ভট্টাচার্যী শুনিয়েছেন রাগ বিলাসখানি টোড়ী। শুদ্ধ সারং রাগাশ্রিত বাঁশির সুরে শ্রোতার মন মজিয়েছেন মৃত্যুঞ্জয় দাস।

পৌষের শীতল সন্ধ্যায় ছায়ানটের বৃন্দসংগীতের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সূচনা হয়। পরিবেশনাটির পরিচালনায় ছিলেন অসিত দে। পুরিয়া ধানেশ্রী রাগের আশ্রয়ে কণ্ঠসংগীত পরিবেশন করেন প্রতীক রোজারিও। মারবা রাগে ভর করে গান শুনিয়েছেন শোভন মজুমদার। মো. মিনহাজুল হাসানের কণ্ঠসংগীতে উপস্থাপিত হয়েছে রাগ ইমন। ভূপালী রাগে গান গেয়েছেন লায়েকা বশীর।  সেতারের স্নিগ্ধ সুরে শ্রোতার মন ভিজিয়েছেন এবাদুল হক সৈকত। মো. আলাউদ্দীন মিয়ার পরিচালনায় ছায়ানটের শিল্পীরা সুর ছড়িয়েছেন বেহালার বাদনে। মাঝরাতে তবলার বোলে সংগীতাসরটিতে উদ্দীপনার আবহ মেলে ধরেছেন তবলচি অঞ্জন সরকার। বেহাগ রাগে কণ্ঠসংগীত পরিবেশন করেছেন রিফাত আহমেদ। জয়জয়ন্তী রাগের আশ্রয়ে পরিবেশনা উপস্থাপন করেন বিটু শীল। রাগেশ্রী রাগের আশ্রয়ে গান গেয়েছেন অভিজিৎ কুন্ডু । এ ছাড়াও কণ্ঠসংগীত পরিবেশন করেন রেজোয়ান আলী, মাহিয়ান কবীর জোয়ার্দ্দার ও অসিত দে। যোগকোষ রাগনির্ভর সেতারের বাদন শুনিয়েছেন নিশিথ দে।  


alo
alo