× মূলপাতা দেশের কথা দশদিক রাজনীতি অর্থনীতি তথ্যপ্রযুক্তি রূপালিকথা হৃদয়ে একাত্তর
আজ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বলিউডে ফিরেছে করোনা, এবার আক্রান্ত ঊর্মিলা

প্রকাশিত - ০১ মার্চ ২০২২ ১২:৪৩
বলিউডে ফিরেছে করোনা, এবার আক্রান্ত ঊর্মিলা ঊর্মিলা মাতন্ডকর ঊর্মিলা

অনেক দিন কোনো খবরে ছিলেন না। এবার শিরোনামে এলেন বটে, তবে খবরটা খারাপ। বলিউড নায়িকা ঊর্মিলা মাতন্ডকর করোনায় আক্রান্ত। সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই তাঁর এই আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন। এখন তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।

সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ । ভালো আছি, বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। গত কয়েক দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, সুরক্ষার জন্য তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি উদ্‌যাপন করুন।’

 ঊর্মিলা মাতন্ডকর

ঊর্মিলা মাতন্ডকর

বিজ্ঞাপন

‘রঙ্গিলা’ অভিনেত্রী এখানেই শেষ করেননি, নিজের দুটি ছবি পাশাপাশি দিয়ে আরও লিখেছেন, ‘ডানের ছবিটা দেখুন। আমার কোয়ারেন্টিন সঙ্গীকে দেখতে পাবেন।’

 ঊর্মিলা মাতন্ডকর

ঊর্মিলা মাতন্ডকর

ছবিই বলে দিচ্ছে, পালিত কুকুরের সঙ্গেই নিভৃতবাসের দিনগুলো কাটাবেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি বন্ধু সম্মিলনীর আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। উপস্থিত ছিলেন অনিল কাপুর, ঊর্মিলা মাতন্ডকর, থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খান প্রমুখ। একসঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তাঁরা। ২৪ অক্টোবর টুইটার ও ইনস্টাগ্রামে নিজের অভিনীত ছবি ‘পিঞ্জর’-এর স্মৃতিচারণ করেন। সেদিন ছবিটি মুক্তির ১৮ বছর পূর্তি ছিল।

২৪ অক্টোবর ‘পিঞ্জর’ মুক্তির ১৮ বছর পূর্তি ছিল

২৪ অক্টোবর ‘পিঞ্জর’ মুক্তির ১৮ বছর পূর্তি ছিল

বলিউডে একসময় একাধিক হিট ছবির নায়িকা ছিলেন ঊর্মিলা। তাঁর আলোচিত ছবির তালিকায় আছে ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ ইত্যাদি।
২০১৪ সালে মারাঠি ছবি ‘আজোবা’তে শেষ অভিনয় করেন।

 ঊর্মিলা মাতন্ডকর

ঊর্মিলা মাতন্ডকর

এরপর কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে। বর্তমানে তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। এ ছাড়া টেলিভিশনের পর্দায় ‘ঝলক দিখলাজা সিজন ২’, ‘ওয়ার পরিবার’ ও ‘চাক ধুম ধুম’-এ দেখা গেছে তাঁকে। বিয়ে করেছেন কাশ্মীরের মোহসিন আখতারকে।

সম্প্রতি একটি বন্ধু সম্মিলনীতে অনিল কাপুর,শাবানা আজমি এবং

সম্প্রতি একটি বন্ধু সম্মিলনীতে অনিল কাপুর,শাবানা আজমি এবং

এর আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, কণিকা কাপুর, কিরণ কুমার, সানি দেওল, বরুণ ধাওয়ান, নীতু কাপুর, আমির খান, অক্ষয় কুমার, ভিকি কৌশল, গোবিন্দ, ভূমি পেড়নেকর, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে গত বছর বলিউডের বিশাল বাজারেও থাবা বসিয়েছে করোনা। করোনার সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ভারতের প্রেক্ষাগৃহ। মুক্তি পায়নি কোনো ছবি। ব্যয়বহুল শুটিং সেটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কাটিয়ে বলিউড যতই স্বাভাবিক ছন্দে ফিরতে চাচ্ছে, করোনা ততই বাধা হয়ে দাঁড়াচ্ছে।

 ঊর্মিলা মাতন্ডকর  ঊর্মিলা

ঊর্মিলা মাতন্ডকর ঊর্মিলা