আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Popa fish is sold for 30 lakh taka

alo

সাগরে ধরা পড়া ১৬৯টি পোপা মাছ ৩০ লাখ টাকায় বিক্রি

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৩:৪৫ পিএম

alo
alo

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জেলের জালে ধরা পড়া ১৬৯টি কালো পোপা মাছ বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের একটি প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।

জানা গেছে, ৬ কেজি সাইজের কালো পোপা মাছ বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। আর যে-সব কালো পোপার ওজন ৯ কেজির ওপরে সেগুলো বিক্রি হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকায়। মাছ বিক্রির বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। 

তিনি বলেন, মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তার ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। একসঙ্গে এত মাছ পেয়ে তারা লাভবান হয়েছেন। আমরা এলাকার মানুষও খুশি।

সূত্র: ঢাকাপোস্ট

alo
alo