আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
alo

সিলেটের জনসভায় ২ লাখ বোতল পানির ব্যবস্থা মেয়রের

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৫:২৬ এএম

alo
alo

প্রায় পাচ বছর পর সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধানমন্ত্রীর সমাবেশে আসা লোকদের জন্য সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রায় দুই লাখ আধা লিটার পানির বোতলের ব্যবস্থা করেছেন সমাবেশস্থলের মাঠে। সরেজমিনে বুধবার(২০ ডিসেম্বর) সকালে দেখা যায়,আলীয়া মাদ্রাসা মাঠের চতুর্দিকে সারিসারি পানির বোতলের পশরা সাজিয়ে রাখা হয়েছে।আওয়ামীলীগের একাধিক সূত্র জানিয়েছে সমাবেশস্থলে আসা মানুষের জন্য এই পানি স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে।আগত নেতাকর্মীদের যাতে করে তাদের পিপাসা পেলে পানির কষ্ট না হয় সেজন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এই পানির ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের লোক উচ্চসিত। মানুষজন দূর দূরান্ত থেকে সিলেট নগরীতে এসেছেন। রোদের মধ্যে তারা দীর্ঘক্ষণ সমাবেশস্থলে থকবেন।তাদের যাতে পানির কষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে।

alo
alo