বিএনপি লাশ উপহার দিয়েছে, কঠোর হাতে দমন করা হবে: কাদের
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
নেতাকর্মীদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সভা-সমাবেশ, প্রতিনিধি সভা ও গণসংযোগের কথা বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সঙ্গে মিল রেখে কর্মসূচি নিয়ে মাঠ থাকতে বলা হয় সহযোগী সংগঠনগুলোকেও।
এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি নির্বাচনের কফিনে বার বার গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। এখন তারা নিরপেক্ষ নির্বাচনের নামে জয়যুক্ত করার গ্যারান্টি চায়।
বিএনপি ‘অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা’ করছে মন্তব্য করে তিনি বলেন, তাদের কর্মসূচি হলো সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। এমন কোনো উপাদান যুক্ত হলে কঠোর হাতে দমন করা হবে।
ভোটের অধিকার জনগণকে ‘ফিরিয়ে দিতে’ ১৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের ৬ মহানগরে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল এই কর্মসূচি ঘোষণা করে রাজপথের আন্দোলনে নামার কথা জানিয়েছে দলটি।