মুহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক হারদূয়ী রহ. এর খলিফা, মাজালিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমির, জামি’আ রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস ও ইফতা বিভাগের প্রধান, মুফতি মনসূরুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার মুফতি মনসূরুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বনশ্রী ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া আশরাফিয়া মোহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস, মাওলানা মুহাম্মদ রজীবুল হক।
মাওলানা মুহাম্মদ রজীবুল হক বলেন, ডায়বেটিকসহ নানান সমস্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হুজুরকে বনশ্রীর ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইয়ামাগাতার হাসপাতালের চেয়ারম্যানের, ডা. এখলাসুর রহমানের তত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
দেশবাসীর কাছে হুজুরের সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হুজুরের নেক ছায়া আমাদের উপর দীর্ঘ করুন।