আর্মেনিয়ার বিপক্ষে নাগারনো-কারাবাখ নিয়ে যুদ্ধে ১০ নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। সে কারণে দেশটি প্রতি বছর ১০ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল।
এই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দু’দিন পিছিয়ে আজারবাইজান ৮ নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে। খবর ডেইলি সাবাহ
সেখানে পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি। এখন থেকে প্রতি বছর ৮ নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন।
আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয়। আর আতার্তুকও বলেছিলেন, আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ। তাদের দুঃখই আমাদের দুঃখ।
আই.এ/