‘মর্যাদা’ ফিরিয়ে দিন; কাশ্মীর নিয়ে সরব হচ্ছে ওআইসি, ক্ষুব্ধ ভারত
গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছে ভারত সরকার। এর ফলে কাশ্মিরে এখন চলছে কেন্দ্রীয় শাসন।
এমন কাণ্ডের পর বিভিন্ন মুসলিম দেশ ভারতের সমালোচনায় মুখর হয়েছিল। তবে মুসলমানদের সবচেয়ে বড় জোট ওআইসি ছিল নীরব। সেই নীরবতা ভেঙে এবার ভারতের সমালোচনায় মুখর হয়েছে সংস্থাটি।
কয়েকদিন আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অনুষ্ঠিত হয়ে গেলো ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। দুই দিনের এই বৈঠকে কাশ্মির ইস্যুতে একটি প্রস্তাবের ব্যাপারে একমত হয়েছে সবগুলো দেশ।
প্রস্তাবে বলা হয়েছে, ভারতকে অবশ্যই কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এদিকে ওআইসির এমন প্রস্তাবে বেজায় ক্ষেপেছে ভারত। যেহেতু সৌদি আরব এবং আমিরাতের সঙ্গে তাদের ভালো সম্পর্ক, তাই ভারত হয়তো এমন কোনো প্রস্তাবের ব্যাপারে একদমই প্রস্তুত ছিলো না।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা একান্তই একটা অভ্যন্তরীণ বিষয়। তাই ওয়াইসির এমন প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
আই.এ/