সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের দাবি মুফতী ওয়াক্কাসের
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে ফ্রান্স ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। তাই মুসলিম রাষ্ট্রগুলোর উচিত তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, তাদের উৎপাদিত পণ্য বর্জন করা এবং তাদের সাথে আমদানি রপ্তানির সব ধরনের ব্যবসা-বাণিজ্য বয়কট করা।
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেকমন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি জাতীয় সংসদের অধিবেশনে ফ্রান্সের এই ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবি জানান।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠক রাজধানীর রামপুরাস্থ জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা মিলনায়তনে জমিয়তের সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
বৈঠকে উপস্থিত নেতৃতারা বলেন, এই সরকার জনগণের সরকার নয় তাই জনগণের প্রতি কোন লক্ষ্যই রাখছেনা। জিনিসপত্রের দাম জনসাধারণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। আলু, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। যদি সরকার জনগণের হতো তাহলে এইগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করতো। আজ কেটে খাওয়া মানুষজন চরম কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে। দেশের সর্বত্র চলছে খুন, ধর্ষণ, ছিনতাই ও রাহাজানি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড।
এ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মুফতি রেজাউল করীম, আলহাজ জামাল নাসের চৌধুরী, মাওলানা ড.রেজওয়ান আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা রেদওয়ান বিন শায়খ নোমান, মাওলানা আতাউর রহমান খান, মাওলানা সুহাইল আহমদ ও মাওলানা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস