ফাইল ছবি
সম্প্রতি লিবিয়ার আল-ওয়াটিয়ার বিমান ঘাঁটিতে তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় অজ্ঞাত বিমান হামলা হয়।বার্তা সংস্থা ‘রয়টার্স’- লিবিয়ার সামরিক সূত্রের বরাতে জানায়, এই হামলার ফলে লিবিয়াতে অবস্থিত তুর্কি বিমান প্রতিরক্ষা ধ্বংস হয়েছে।
রয়টার্স আরও জানায়, শনি ও রবিবার মধ্যরাতের মধ্যে আল-ওয়াটিয়া সামরিক ঘাঁটিটিতে ভারী বোমাবর্ষণ করা হয়।
জিএনএবিরোধী একটি গ্রুপ লেবানিজ ন্যাশনাল আর্মি (এলএনএ)এর কমান্ডার খলিফা হাফতার বলেছেন, বিমানবন্দরটি অজ্ঞাতনামা জঙ্গি বিমান দ্বারা আক্রমণ করা হয়।
এ দিকে এরব্যাসের নিকটবর্তী শহরের বাসিন্দারা জানায়, বিমানবন্দর থেকে বিস্ফোরণ হয়েছে।
উল্লেখ্য যে ইউএন-স্বীকৃত লিবিয়ার সরকার জিএনএ তুরস্কের সেনাদের সহায়তায় দক্ষিণ বাহিনীর নিয়ন্ত্রণ অর্জন করতে সক্ষম হয়েছিল।
এমএম/পাবলিকভয়েস