নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতিতে প্রেমের সূত্র ধরে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে কিশোরগঞ্জে এসেছে ভারতীয় এক কিশোর।
তবে অবৈধভাবে বাংলাদেশে আসায় রিয়াজ উদ্দিন মোল্লা (১৭) নামের এ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রিয়াজ ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মগরাহাট থানার মর্যাদা আব্দুল গাফফার মোল্লার ছেলে।
জানা যায়, ফেসবুকের মাধ্যমে প্রেমের সূত্র ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের তানিসার সাথে দেখা করতে আসে ওই কিশোর।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে থানায় নিয়ে আসে। পরে অবৈধভাবে ভিসা ও পার্সপোটবিহীন বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভিসা ও পার্সপোটবিহীন বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে দি কন্ট্রোল অব এন্টি এর ৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
পরে আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনী কারাগারে প্রেরণের নির্দেশ দেন।