ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে সুমন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সুমন উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটেছে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন, সুমন গরু আনতে অবৈধ ভাবে ভারতে যান।
শুক্রবার ভোর ৪টার দিকে গরু নিয়ে ফেরার পথে ৬০/ ১৩৩ -১৩৪ আর পিলারের মাঝ খানে শিলগেট এলাকায় ভারতের ৩শ গজ ভেতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।
এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। এরপর নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ এসে লাশ নিয়ে যায়। তিনি আরও জানান, সুমনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে।
আই.এ/