আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

Parliament election

alo

বাকেরগঞ্জ ট্রাক মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুন

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:১১ পিএম

alo
alo

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত তিনবারে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে প্রচার-প্রচারণায় ব্যাপক সারা ফেলেছে।


বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন ২নং ওয়ার্ড বোতরা বাজারের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু'র ট্রাক মার্কার নির্বাচনী কার্যালয় ২৫ ডিসেম্বর গভীর রাতে আগুন দিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এতে কার্যালয়ের চেয়ার টেবিল ও ট্রাক মার্কার ব্যানার পুড়ে ছাই হয়ে যায়।


স্বতন্ত্র প্রার্থী শামসুর আলম চুন্নু জানান, নির্বাচন প্রচার প্রচারণা শুরুর প্রথম থেকেই নৌকা মার্কার প্রার্থী হাফিজ মল্লিক নিজে আমার কর্মী-সমর্থকদের বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। বিভিন্ন স্থানে আমার ব্যানার পোস্টার ছিরে ফেলানো হচ্ছে। এরি ধারাবাহিকতায় গত রাতে রঙ্গশ্রী ইউনিয়নে আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে নৌকা মার্কার সমর্থকেরা। 


বাকরগঞ্জ থানার ওসি তদন্ত মস্তফা জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা গভীর রাত্রে আগুন দিয়েছে। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কারা আগুন দিয়েছে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি।

alo
alo